চার শিল্পীর কণ্ঠে ক্রিকেটের গান

চার শিল্পীর কণ্ঠে ক্রিকেটের গান

টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা জানিয়ে তৈরি হলো নতুন গান ‘ফোর্থ আম্পায়ার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের চার শিল্পী ইমরান, কোনাল, রেহান রসুল ও অবন্তী সিঁথি। প্রথম আলোর উদ্যোগে নির্মিত গানটি আজ থেকে এবিসি রেডিওতে শোনা যাবে। লাগ ভেলকি লাগ রে আবার চোক্ষে মুখে লাগ/ মাঠ কাঁপাতে নামছে আবার বাংলাদেশের বাঘ’, গানের কথা লিখেছেন শাওন কৈরী, সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। ইতিমধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। দ্রুততম সময়ে গানের কাজ করেছেন ইমন।

গতকাল রাতে নিকতেনের বাসায় বসে বাংলাদেশের খেলা দেখতে দেখতেই তিনি বলেন, ‘আয়োজকদের ইচ্ছা ছিল গানটিতে যেন বাংলাদেশের সংস্কৃতির ঘ্রাণ থাকে। আমিও চেষ্টা করেছি যেন দেশের মাটির ঘ্রাণটা পাওয়া যায়। আমাদের সিগনেচার থাকলে সেটাই হবে আমাদের খেলোয়াড়দের জন্য যথাযথ উপহার।’ গানটির শিল্পীদের সম্পর্কে এই সংগীত পরিচালক বলেন, ‘তরুণ এই শিল্পীরা নিজ নিজ ক্ষেত্রে ভালো করছেন। নতুন এই গানটিতে তাঁরা সেই স্বাক্ষর রেখেছেন। গানটি শুনলে শ্রোতাদেরও ভালো লাগবে।’

আজ সোমবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে গানটির সংগীতচিত্রের শুটিং হবে। কোরিওগ্রাফিতে অংশ নেবেন কয়েকজন মডেল। কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার। সংগীতচিত্রসহ গানটি কাল প্রকাশিত হবে প্রথম আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *