কুমিল্লার চান্দিনায় গাড়ি চাপায় রাহিমা বেগম (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌঁনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর বাস স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাহিমা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আকতার হোসেন জানান, নিজ বাড়ি থেকে রওয়ানা হয়ে কুটুম্বপুর বাস স্টেশনে গাড়ি থেকে নেমে মহাসড়ক অতিক্রম করে মেয়ের বাড়িতে যাওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে রাহিমা বেগমের।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট সাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।