চাকরি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।
সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা জেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাকিব বলেন, এ দেশে ৪ বছরের অনার্স শেষ করতে ৬-৭ বছর লেগে যায়। আমাদের দাবি সকল চাকরিতে প্রবেশের বয়স ৩০ এর মধ্যে সীমাবন্ধ রাখা যাবে না। সরকারি পরীক্ষার আবেদন ফি সবোর্চ্চ ১০০ টাকা করতে হবে। আমরা বেকার, ৭০০ টাকা দিয়ে বিসিএস এ আবেদন করতে পারবো না। একই দিনে একাধিক চাকরির পরীক্ষা গ্রহণ করা যাবে না।
বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, আমার বয়স ২৯ বছর ৫ মাস। করোনার কারণে দুই বছর নিয়োগ পরীক্ষা বন্ধ ছিলো। আমরা চাই, সকল চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়ানো হোক। একই সাথে আমাদের দাবি নিয়োগ পরীক্ষায় অনিয়ম বন্ধ করা হোক। প্রিলি, রিটেনসহ ভাইভার ফল প্রকাশ করকে হবে।