Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    চট্টগ্রাম নগরে খালে পড়ে নিখোঁজ

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকAugust 27, 2021Updated:August 28, 2021No Comments2 Mins Read
    চট্টগ্রাম নগরে খালে পড়ে নিখোঁজ

    শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ‘কৌরবদের আমি মারিয়াই রাখিয়াছি, অর্জুন নিমিত্তমাত্র।’ দেখা যাচ্ছে, সিটি করপোরেশনগুলো শ্রীকৃষ্ণের এই বাণীকে আক্ষরিক অর্থে আত্মস্থ করে বসে আছে। তারা নাগরিক সুরক্ষার মৌলিক বিষয়গুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করে ঢাকনাহীন ম্যানহোল এবং স্ল্যাব কিংবা নিরাপত্তাবেষ্টনীবিহীন খালের মতো এমন কিছু মৃত্যুফাঁদ রচনা করে রেখেছেন, যে ফাঁদে পড়ে কিছুদিন পরপরই মানুষ মারা যাচ্ছে। লোকে জানছে দুর্ঘটনায় মানুষ মরছে। কিন্তু ‘দুর্ঘটনাজনিত’ এসব প্রাণহানি কার্যত পূর্বনির্ধারিত হত্যাকাণ্ড।

    চট্টগ্রাম নগরে মনুষ্যকৃত মৃত্যুফাঁদে পড়ার সর্বশেষ ঘটনা ঘটল বুধবার। সেখানকার মুরাদপুর মোড় এলাকায় ছালেহ আহমেদ (৫০) নামের এক ব্যক্তি নিরাপত্তাবেষ্টনীবিহীন চশমা খালে পড়ে প্রবল বর্ষণে সৃষ্ট স্রোতের তোড়ে ভেসে গেছেন।

    সিসিটিভি ক্যামেরায় ধারণ করা তাঁর পড়ে যাওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছালেহ আহমেদকে ফায়ার সার্ভিসের কর্মীরা খুঁজে বের করতে পারেননি। অলৌকিক কিছু না ঘটলে তাঁরা এখন তাঁর মৃতদেহ ভেসে ওঠার অপেক্ষায় আছেন।

    চশমা খালটি এমনভাবে নগরের মধ্য দিয়ে গেছে যে বর্ষণজনিত জলাবদ্ধতা হলেই নালা-রাস্তা-খাল সব একাকার হয়ে যায়। তখন ঝুঁকি বেড়ে যায়। এর আগে গত জুনে মেয়রের গলি এলাকায় ওই চশমা খালেই একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়েছিল এবং তাতে অটোরিকশার চালক ও একযাত্রী মারা যান। এ নিয়ে গত ছয় বছরে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সময় নালা-নর্দমা ও খালে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

    একইভাবে কয়েক বছর আগে ঢাকনাহীন পাইপে পড়ে ঢাকার শাহজাহানপুরে শিশু জিহাদ এবং শ্যামপুরে খোলা নর্দমায় পড়ে শিশু নীরব মারা যায়। অথচ এসব খাল ও নর্দমার ঝুঁকিপূর্ণ জায়গায় নিরাপত্তাবেষ্টনী এবং ম্যানহোলে ঢাকনা থাকা নিশ্চিত করলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত। আতঙ্কের খবর হলো, রাজধানীতে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের ম্যানহোলের প্রায় ১০ শতাংশই ঢাকনাবিহীন। ঢাকনাহীন ম্যানহোলে পড়ে দুর্ঘটনার শিকার হয় অনেক পথচারী।

    এসব ‘দুর্ঘটনার’ পর দায়বদ্ধতার প্রশ্নের ‘যেনতেন প্রকারেণ’ জবাব দিতে এ দেশে ‘তদন্ত’ নামক একটি প্রক্রিয়া শুরু হয়। আলোচনাটি বিস্মৃতিতে তলিয়ে যাওয়ার আগপর্যন্ত ‘তদন্ত’ চলতে থাকে। চট্টগ্রামের সর্বশেষ ঘটনায়ও সেই প্রক্রিয়া হয়তো শুরু হবে। কিন্তু সর্বজনজ্ঞাত কারণটি বিদগ্ধ তদন্ত কর্মকর্তাদের কাছে অজ্ঞাতই রয়ে যাবে। আবার হয়তো কেউ ‘অসতর্ক হয়ে’ খালে-নর্দমায়-ম্যানহোলে পড়ে প্রাণ হারাবেন। আবার তদন্ত হবে।

    নাগরিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে এ ‘বহুল মঞ্চস্থ নাটক’ থামানো দরকার। কার্যকর সুরক্ষা নিশ্চিত করা দরকার। তাতে অন্তত কিছু অমূল্য প্রাণ বাঁচবে।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.