গণহত্যা দিবস পালনে মাউশির ৫ নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)  ২৫ শে মার্চ ( আজ) গণহত্যা দিবস পালনের জন্য  শিক্ষা প্রতিষ্ঠানকে পাঁচটি নির্দেশনা দিয়েছে বলে জানা যায়। 

মাউশির আদেশে বলা হয়, “২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরসমূহে যথাযোগ্য মর্যাদায় পালন করতে অনুরোধ করা হলো।” 

আদেশে আরো উল্লেখ করা  হয়েছে যে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পত্র জারি করা হলো।”

আদেশকৃত পাঁচটি নির্দেশনা হলো : 

১. সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মসজিদ মন্দির,  গির্জা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে আজ বাদ জোহর  ১৯৭১ সালের আজকের ২৫ মার্চের রাতে  নিহতদের স্মরণে মোনাজাতে প্রার্থনার আয়োজন করা। 

২. সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা।

৩. সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসসমূহ থেকে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা। এ দিবসে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলেও আদেশে জানানো হয়।

৪. ২৫ মার্চ সুবিধাজনক সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা।

৫. ২৫ মার্চ গণহত্যা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোস্টার ব্যানার ফেস্টুন ইত্যাদির মাধ্যমে গণহত্যার চিত্র তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *