কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোয়ার্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে চিলমারীতে নিয়ে আসা হয়। শনিবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম জানান, চলতি বছরের ২৫ জুলাই স্বামী পরিত্যক্ত এক নারীকে নৌকায় উঠিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ নিয়ে ওই মহিলা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।