দেশে আরো কমেছে করোনাভাইরাসে আক্রান্তের দৈনিক সংখ্যা এক হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৮১৮, মারা গেছে ২৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৩৯৩।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।
মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৫০ হাজার ৩৭১।
সর্বশেষ এর আগে ১৭ মে ৬৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল।
গত এক দিনে সেরে উঠেছে ১ হাজার ৯৬৫ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।