করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে নতুন করে আরও কারও মধ্যে এ ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েনি।
রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ভারতের উপহার হিসেবে দেওয়া অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার দেশে ওমিক্রনে আক্রান্ত দুই রোগীর সন্ধান পাওয়ার যায়। স্বাস্থ্যমন্ত্রী ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, “আমরা তাদেরকে (দুই নারী ক্রিকেটার) আইসোলেশনে রেখেছি। করোনাভাইরাসের এই ধরন কারও শরীরে গিয়েছে, নতুন করে কেউ আক্রান্ত হয়েছে এ ধরনের কোনো খবর এখনও আমাদের কাছে আসেনি।”
তিনি বলেন, “ওমিক্রন আক্রান্ত দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। তারা আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সফর করে সম্প্রতি দেশে ফিরে আইসোলেশনে রয়েছেন।”
জাহিদ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত সময়ে ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে যেন করোনাভাইরাসের এই ধরন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশে এখনও চার কোটি ডোজের বেশি করোনাভাইরাসের টিকা মজুদ আছে জানিয়ে সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটু মিঞা, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।