আজো আছি তোমার অপেক্ষায়

হারাবো না জেনেও
আমি হারিয়ে গিয়েছি
চেনা পথের অচেনা প্রান্তরে!
শালিকের চোখে অনুতাপের
দৃষ্টি দেখে আমি,
ভুলে গেছি সমস্ত
অভিমান মেশানো কথা।

তুমি এসো! অভিমানের ফুলগুলো
ঝরে গেছে সেই কবে।
রিক্ত হাতে আমি বৃষ্টি ছুঁয়ে
তোমাকে চেয়েছি। তুমি আসবে না?

তুমি এসো! তোমায় ছাড়া আমার
শহরের ভর করে নির্জনতা।
ধুলোগুলো রাস্তায় আছড়ে পড়েও
মুখ ফিরিয়ে চলে যায়
বাতাসের সাথে সখ্য গড়ে।
তুমি আসবে না?

তুমি এসো! মন খারাপের প্রহরগুলো
আধো আলোয় জেগে থেকে
শুধু তোমায় খুঁজে ফিরে।
তুমি আসবে না?

তুমি এসো! শেষ বিকেলের নরম রোদ
সোনালি আভা ছড়িয়ে
মুগ্ধতার দৃষ্টি লেপে
আমার মনের আঙ্গিনায়।
তুমি দেখে যাও সেই মনোরম দৃশ্য।
ভালোলাগার পরশে মন হয়ে উঠবে উৎফুল্ল।
তুমি আসবে না?

তোমাকে আসতেই হবে।
আমার অপেক্ষার শক্তি তোমাকে
টেনে আনবে আমার কাছে।
তুমি কী তা উপেক্ষা করতে পারবে?
পারবে না প্রিয়, পারবে না।

Writer: Mahazabin Sharmin Priya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *