শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মামুন হাসান সোমবার দুপুরে জানিয়েছেন, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রওশন এরশাদের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।